কেনো নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ ?

কেনো নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ ?
বাংলাদেশ এর প্রেক্ষাপটে নারীদের ফুল টাইম চাকরি করা অনেক কঠিন একটা কাজ। বাংলাদেশের বেশির ভাগ পুরুষ সংসারের কাজ করতে অভ্যস্ত নয় । তবে বর্তমান সময়ে ১০% লোকেরা রান্না শিখতেছে এবং সংসারের কাজ করতেছে । কিন্তু বাকি ৯০% পুরুষ সংসার এ কাজে অভ্যস্ত নয়। ফলে কোন নারী চাকরি করলে ও তাকে সংসারের সকল কাজ করতে হয় । আর এই কারনে বাংলাদেশ এর নারীরা পিছিয়ে যায় । তারা চাকরি করতে চায় না বা পরিবার থেকে চাকরি করতে দেওয়া হয়কিন্তু তারা ইচ্ছে করলেই অনায়াসে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে কিছু টাকা আয় করতে পারে । আমার মতে ফ্রিল্যান্সিং নারীদের জন্য পারফেক্ট একটি পেশা ।
আজকে আমরা নারীদের ফ্রিল্যান্সিং এ আয়ের সুবিধা গুলো জানবঃ
১ঃঅফিস টাইম নেইঃ
ফ্রিল্যান্সিং এ কোন অফিস টাইম নেই তাই আপনাকে কোন সময়মেইন্টেইন
করতে হয় না। ফলে নারীরা তাদের ইচ্ছে মতো সময় বের করে কাজ করতে পারবে এবং পাশাপাশি পরিবার কে সময় দিতে পারবেন। কিন্তু এর ক্ষেত্রে আপানাকে ভেবেচিন্তে কাজ নিতে হবে
২ঃ কাজ বেঁচে নেওয়া সুযোগঃ
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে প্রচুর কাজ রয়েছে সেগুলো থেকে ফ্রিল্যান্সাররা ইচ্ছে মতো কাজ বেছে নিয়ে কাজ করতে পারে ।তাই নারীদের ও কাজ বেছে নিয়ে তাদের ফ্রি সময়ে সুবিধামতো কাজ বাছাই করে নিতে পারবে ।
৩ঃ শখ কে পেশা হিসেবে নেওয়াঃ
অনেক নারীদের শখ থাকে আর্ট, করা লেখালেখি করা বা সৃজনশীল কিছু করা । নারীরা তাদের এই শখ পূর্ণ করে ও ভালো টাকা ইনকাম করতে পারবে ।
৪ঃ নিজের খরচ নিজে বহন করাঃ
নিজের খরচ নিজে বহন করার মতো আনন্দ হয়তো পৃথিবীর কোন সুখের মতো সুখ নেই। আপনি প্যারা নাই চিল জীবনযাপন করতে পারবেন । কারন আপনাকে কারো কাছে হাত পাততে হবে না ।আপনি নিজের ছোট ছোট সপ্ন গুলো পূরণ করতে পারবেন এবং পাশাপাশি পরিবার কে সাহায্য করতে পারবেন ।
৫ঃ কাজ করার স্বাধীনতাঃ
ফ্রিল্যান্সিং এ নিজের ইচ্ছে মতো কাজ করার সুযোগ এ আছে তাই নিজের ইচ্ছা মতো কাজের সময় নির্ধারণ করতে পারবে । ফ্রিল্যান্সিং এ বাইরের দেশের ক্লায়েন্ট গুলো সাধারণত রাতে অনলাইনে আসে যেহেতু রাতে নারীদের খুব একটা কাজ থাকে না তখন বিদেশী ক্লায়েন্ট দের সাথে কাজের সুযোগ ।
৬ঃ পরিবারের সাথে সময়ঃ
ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হলো যেহেতু আপনি ঘরে বসে কাজ করবেন তাই আপনি সন্তান সহ পরিবারের সবার সাথে লম্বা সময় দিতে পারবেন । আর নারীরা সবসময় চায় এটাই এবং সবসময় এটাই করে ।
তাই নারীরা ফ্রিল্যান্সিং করে সংসার এবং পেশা সমান তালে চালিয়ে যেতে পারবে ।